বিনোদন ১৫ অক্টোবর, ২০২০ ০৯:৪৫

সঙ্গীত পরিচালক হাবিবের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

সংগীতের বরপুত্রখ্যাত হাবিব ওয়াহিদের জন্মদিন আজ। ১৯৭৯ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্য ব্যাপক জনপ্রিয় এই শিল্পী। নতুন প্রজন্মের কাছে তিনি মিউজিক আইকন।

শিল্পী হাবিব প্রখ্যাত ফোক শিল্পী ফেরদৌস ওয়াহিদের ছেলে। হাবিবের গানের অ্যালবামগুলোর মধ্যে শোন, পাঞ্জাবীওয়ালা, আকাশ ছোঁয়া ভালবাসা, এই তো প্রেম, চন্দ্রগ্রহণ, হৃদয়ের কথা, বলছি তোমাকে, অবশেষে, প্রজাপতি, আহবান, রঙ, স্বাধীন, তুমি সুন্দর মেঘমালা ইত্যাদি অন্যতম।

২০১১ সালে হাবিব শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি ২০০৭, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৬ ও ২০১৭ সালে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি তার সঙ্গীত ক্যারিয়ারে আরও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।