বিনোদন ১২ অক্টোবর, ২০২০ ০৮:১৯

স্বামীর সঙ্গে জুটি বাঁধবেন মৌসুমি

বিনোদন ডেস্ক

আঁখি কথাচিত্রের ব্যানারে নির্মিত 'দেবর আমার কত আপন’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই ছবির 'প্রিয়দর্শিনী' খ্যাত নায়িকা মৌসুমী। ছবিটি পরিচালনা করবেন সাইমন তারিক। নতুন ছবিতে চুক্তিবন্ধ হওয়ার বিষয়টি মৌসুমী নিজেই নিশ্চিত করেছেন।

ছবির পরিচালক সাইমন তারিক বলেন, এটি সামাজিক সিনেমা হবে। আগামী সপ্তাহের মধ্যে ছবির অন্য শিল্পীদের সঙ্গে চুক্তি হবে। পরিচালক আরও জানান, ছবিটিতে মৌসুমীর বিপরীতে ওমর সানীকে চুক্তিবদ্ধ করা হবে। আশা করছি ১০ দিনের মধ্যে তার সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। ছবিতে তাদের স্বামী-স্ত্রী হিসেবেই দেখা যাবে।

মৌসুমি ও ওমর সানী ছাড়াও ছবিটিতে আরও অভিনয়ে থাকবেন মড়দা মিঠু, মাসুজ আজিজ এবং নতুন মুখ মেহেদি ও সাগর।