বিনোদন ডেস্ক
২০১৬ সালে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিটি মুক্তির পরপরই দর্শক মহলে বেশ সাড়া ফেলে। এবার বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রেটের চলচ্চিত্রের মর্যাদায় স্থান করে নিয়েছে ‘আয়নাবাজি’।
১৩০ দেশে বানানো চলচ্চিত্র বিশ্লেষণ ও আইএমডিবি’র রেটিং স্কোর ব্যবহার করে দেশভিত্তিক বিশ্বের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছেন ট্রান্সক্রিপশন সাইট ‘অ্যাম্বার স্ক্রিপ্ট ডট কম’। আর সেই তালিকায় এই তথ্য পাওয়া যায়।
রেটিং পয়েন্ট ৯.১ পেয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থান রয়েছে অমিতাভ রেজা পরিচালিত ছবি ‘আয়নাবাজি’। রেটিং পয়েন্ট ৯ পেয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ডার্ক নাইট’ (২০০৮) ও শ্রীলংকার ‘আলোকো উদাপাদি’ (২০১৭)।
বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পাশাপাশি সাত ক্যাটাগরিতে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করে ‘মিরর গেম’ খ্যাত ‘আয়নাবাজি’।






















