বিনোদন ৮ অক্টোবর, ২০২০ ১০:২৬

নায়ক জসিম ছাড়া ২২ বছর

বিনোদন ডেস্ক

আশি দশকের ঢাকাই সিনেমার দাপুটে চিত্রনায়ক জসিমের প্রয়াণের ২২ বছর আজ। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন সে সময়ের অ্যাকশন হিরো।

দিনটি স্মরণ করে আজ বিএফডিসিতে বাদ আসর মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

আজ বৃহস্পতিবার দুপুরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা আজ বাদ আসর শিল্পী সমিতির স্টাডি রুমে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছি। দেশের সবার কাছে দোয়া চাই। জসিম ভাই যেখানে আছেন, তিনি যেন ভালো থাকেন। আমরা সব সময় চেষ্টা করি গুণী শিল্পীদের বিশেষ দিনে স্মরণ করতে।’

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জসিম ছিলেন একজন মুক্তিযোদ্ধা। খল চরিত্র দিয়ে অভিনয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে নায়ক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তাঁকে ধরা হয় বাংলাদেশের অ্যাকশন ধারার চলচ্চিত্রের অন্যতম প্রবর্তক।