বিনোদন ৭ অক্টোবর, ২০২০ ১০:২৮

চলে গেলেন কিংবদন্তি গিটারবাদক

বিনোদন ডেস্ক

ক্যানসারের কাছে হার মেনে গত মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে পৃথিবী থেকে বিদায় নিলেন মার্কিন কিংবদন্তি গিটারবাদক এডি ভ্যান হ্যালেন (৬৫) বিখ্যাত এই লিড গিটারবাদক একসময়ে মাইকেল জ্যাকসনের সহশিল্পী ও ছিলেন।

হ্যালেনের ছেলে ওলফ ভ্যান হ্যালেনের বরাতে এমন খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যমগুলো। প্রতিবেদনে জানা গেছে, ২০১২ সালে গিটার ওয়ার্ল্ড ম্যাগাজিনের পাঠক জরিপে শীর্ষস্থান দখল করেছিলেন এডি ভ্যান হ্যালেন। দুহাতে গিটার ট্যাপিং করার জন্য তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। মার্কিন জনপ্রিয় রক ব্যান্ড ভ্যান হ্যালেন-এর সহপ্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।

১৯৫৫ সালে নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এডি ভ্যান হ্যালেন গিটারবাদক ছাড়াও ছিলেন গীতিকার প্রযোজক।