বিনোদন ডেস্ক
মিশু সাব্বিরের উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি। খাটো বলে তাকে মানুষের নানাবিধ তিরস্কারের শিকার হতে হয়। লম্বা হওয়ার অনেক চেষ্টা করেও বিফল হয়েছেন। সব চেষ্টায় ব্যর্থ হয়ে মিশু চাইছেন ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জারাকে বিয়ে করতে।
কিন্তু বিয়ের পরেও তাদের জীবনে সুখ আসে না। কেননা স্বামীর উচ্চতা কম আর স্ত্রীর উচ্চতা বেশি হওয়ার কারণে দুজনকেই তিরস্কারের শিকার হতে হয়। এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নাট বল্টু’ নাটক। জাকারিয়া সৌখিনে রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, মিশু সাব্বির, চাষী আলম, অনিক, স্বর্ণলতা, রকি খান, রত্মা খান, ওবিদ রেহানসহ আরও অনেকে।
জাকারিয়া সৌখিন বলেন, ‘আমাদের সমাজে একটি মানুষ কিছুটা অস্বাভাবিক হলে তাকে হাসির পাত্র বা পাত্রী হতে হয়। যেখানে সবার উচিত সেই মানুষটিকে সহযোগিতা করা, কিন্তু আমরা করি উল্টো। এ বিষয়গুলি নিয়েই নাটকটি নির্মাণ করেছি।’
শিগগিরই নাটকটি সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।






















