বিনোদন ৪ অক্টোবর, ২০২০ ০২:৪৯

প্রকাশিত হবার আগেই বেস্টসেলারের তালিকায় প্রিয়াঙ্কার ‘আনফিনিশড’

বিনোদন ডেস্কঃ

বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর আত্মজীবনীমূলক বইআনফিনিশডনিয়ে রীতিমত ঝর উঠেছে। সম্প্রতি বইটির প্রচ্ছদ ও প্রকাশ করেছেনদেশি গার্ল খ্যাত বলিউডের এই তারকা।

বইটি বিক্রি শুরু হওয়ার আগেই (অগ্রিম বিক্রি) সর্বাধিক বিক্রির অর্ডার এসেছে। ২০২১ সালের ১৯ জানুয়ারি প্রিয়াঙ্কার এই আত্মজীবনীমূলক বইটি প্রকাশ পাবে। এটি প্রকাশ করতে যাচ্ছে ভারতীয় প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র‌্যানডম হাউস। বইটিতে প্রিয়াঙ্কার মিস ইন্ডিয়া হওয়ার গল্প, বলিউডের দীর্ঘ ক্যারিয়ার হলিউড যাত্রার গল্প উঠে এসেছে।

এক টুইটে প্রিয়াঙ্কা জানান, প্রি-অর্ডারের ১২ ঘণ্টায় তার বইটি অ্যামাজনে সেরা বিক্রি বইয়ের তালিকায় স্থান পেয়েছে। তিনি লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ ঘণ্টারও কম সময়ে বইটি এক নম্বরে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।