বিনোদন ডেস্ক
কামার আহমাদ সাইমন পরিচালিত ‘শিকলবাহা’ সিনেমায় অভিনয় করছেন গুণী অভিনেতা আসাদুজ্জামান নূর। সিনেমায় তাঁকে দেখানো হবে নব্বই বছরের বেশি বয়সী একটি চরিত্রে। প্রস্থেটিক মেকআপের মাধ্যমে আসাদুজ্জামান নূরের বয়সকে বাড়িয়ে তোলা হবে।
ছবিটিতে অভিনয় প্রসঙ্গে আসাদুজ্জামান নূর বলেন, ‘শুরুতে না করেছিলাম। কারণ, এখন বাইরে শুটিং করতে গিয়ে যে ঝক্কি, তা আর নিতে ইচ্ছা করে না। একটু অলস হয়ে গেছি বলা যেতে পারে। পরে এ ছবির নির্মাতা ও প্রযোজকের অনুরোধের কাছে “না’’ বলতে কষ্ট হচ্ছিল।’
তিনি আরও বলেন, ‘আমি যখন সিনেমায় অভিনয় করেছি, তখন সেভাবে ভালো ছবি হয়নি। যখন ভালো ছবি হওয়া শুরু করল, তখন আমি রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ি। এখন যখন আবার সময় পেলাম, মোটামুটি ভালো ছবিও হচ্ছে, কিন্তু এখন আমার দিনভর শুটিংয়ে পরিশ্রম করার মতো শারীরিক অবস্থা নেই।’
ছবির নির্মাতা কামার আহমাদ সাইমন বলেন, ‘এই মুহূর্তে “শিকলবাহা’র প্রগাঢ় প্রেম-পর্ব চলছে আমার সম্পাদনা টেবিলে, তারিয়ে উপভোগ করছি প্রতিটি চুমুক।’






















