আন্তর্জাতিক ডেস্ক
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়েই উঠে এসেছে বলিউডের সঙ্গে মাদকের সুসম্পর্কের কথা। এরই মধ্যে মাদক মামালায় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। এবার এই মামালায় উঠে এল নতুন তথ্য।
জিনিউজ জানিয়েছে, রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে দেড় কেজি চরস উদ্ধার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এ ঘটনায় বিপদ আরও বাড়তে পারে অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী। এক্ষেত্রে রিয়া ও শৌভিকের কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে।
এদিকে এর আগে এনসিবির পক্ষে বলা হয়, আমরা সুশান্ত মামলার তদন্ত করছি না, মাদক মামলার তদন্ত করছি। এখনও পর্যন্ত এই মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সকলের কাছ থেকেই মাদক উদ্ধার করা হয়েছে।
জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এনসিবির তদন্তে বলিউডে মাদকের সঙ্গে জড়িত আরও একটি বড় নাম উঠে এসেছে। বলিউডের এই মাদকচক্রের মূলহোতা সাবেক এক সুপার মডেল ও অভিনেতা। তার ইশারাতেই মাদক চক্র চলে বলিউডে।






















