বিনোদন ১ অক্টোবর, ২০২০ ০৩:৪৭

স্ত্রী হৃদিতার মামলায় জামিন পেলেন সংগীত পরিচালক ইমন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমনকে স্ত্রী হৃদিতা রেজার দায়ের করা নারী শিশু নির্যাতন দমন আইনের মামলায় জামিন দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ( অক্টেবরঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন এই আদেশ দেন।

বিষয়ে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. শরীফুল ইসলাম বলেন, আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইমনের পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

গত ২৬ সেপ্টেম্বর ইমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গত শুক্রবার রাতে ইস্কাটনের বাসা থেকে শওকত আলী ইমনকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ।

নথি থেকে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর ইমনের স্ত্রী হৃদিতা রেজা রাজধানীর রমনা থানায় ইমনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের ১১ () ধারায় মামলা করেন। মামলায় ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ আনা হয়।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি হৃদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি তাঁর তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ২০১২ সালের ডিসেম্বর জিনাত কবিরকে বিয়ে করেছিলেন।