বিনোদন ডেস্ক
ঘরের সিলিং ফ্যানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ভোজপুরি অভিনেতা। তাঁর নাম- অক্ষত উৎকর্ষ। ভোজপুরি সিনেমার পাশাপাশি বলিউডেও নিজের জায়গা তৈরি করার চেষ্টা চালাচ্ছিলেন এই অভিনেতা।
অক্ষত উৎকর্ষের পরিবার জানিয়েছে, অক্ষত কোনোভাবেই আত্মহত্যা করতে পারেন না। অক্ষতের বাবার দাবি পরিকল্পনা করেই তাঁদের ছেলেকে খুন করা হয়েছে।
অভিযোগ পাওয়া গেছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে অক্ষতের পরিবারের কোনও অভিযোগই শুনতে চাওয়া হয়নি। এর প্রেক্ষিতে প্রয়াত অভিনেতার পরিবার বিহার পুলিশের দ্বারস্ত হয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ফের ভারতীয় অভিনেতার আত্মহত্যার সংবাদ এলো।






















