বিনোদন ২৭ সেপ্টেম্বর, ২০২০ ১২:০৫

পুনম পাণ্ডের ভক্তদের জন্য সুখবর

বিয়ের ২১ দিনের মাথায় গোয়ায় হানিমুনে গিয়ে স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। এমনকি স্বামীর পাশবিক আচরণে এতটাই মানসিক আঘাত পেয়েছেন যে তার বিরুদ্ধে বিবাহ-বিচ্ছেদ মামলাও দায়ের করেন তিনি।

এর রেশ কাটতে না কাটতেই আবারও সুখবর পেলেন পুনম পাণ্ডের ভক্তরা। আর সেই খুশির খবর হলো, তারা মনোমালিন্য ভুলে আবার এক হয়েছেন।

রোববার তারা জানান, সব মিটমাট হয়ে গিয়েছে। একসঙ্গে দেখাও গেছে তাদের। শুধু তাই নয়; নিজের ইনস্টাগ্রামে স্যাম তাদের বিয়ের একটি ছবিও আপলোড করেছেন।

তাহলে কি পুরোটাই নাটক ছিল এমন প্রশ্নের জবাবে পুনম বলেন, 'আমরা সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলেছি। সব মনোমালিন্য দূর করে আবার আমরা একসঙ্গে থাকব। আসলে আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি। পাগলের মতো ভালোবাসি। এটা তো অস্বীকার করার উপায় নেই , যে কোনও সম্পর্কেই সমস্যা থাকে'।

স্যাম বলেন, 'সব আবার আগের মতো হয়ে গেছে। আসলে পুরো ব্যাপারটাই বড্ড বাড়াবাড়ি হয়ে গিয়েীছল। এখন আমরা একসঙ্গে আছি। কিছুতেই আর কাছছাড়া হব না। একসঙ্গেই থাকব'। তবে তাদের এহেন জবাবে একটু অবাকই হয়েছেন নেটিজেনরা।