বিনোদন ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০৪:৫০

আসিফ ভক্তদের জন্য সুখবর

ভক্তদের জন্য নতুন দুটি গান নিয়ে হাজির হচ্ছেন শিল্পী আসিফ আকবর। গান দুটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানের সুর করেছেন জাভেদ আহমেদ কিসলু।

 

গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আসিফের কণ্ঠটা দরাজ। অন্য রকম একটা ব্যাপার আছে। গতকালই আসিফ অডিওর জন্য গান চেয়েছিল। আমিও তাঁর চাওয়াকে প্রাধান্য দিয়ে এক বসায় গান দুটি লিখেছি। সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কিসলু মেধাবী। আশা করছি, আসিফভক্তদের গান দুটি ভালো লাগবে।‘

 

আসিফ বলেন, ‘বাংলাদেশের সংগীত জগতে সর্বকালের সেরা গীতিকবি গাজী চাচা। তিনি অডিওতে কম সময় দিয়েছেন বলেই তাঁর সঙ্গে আমার গান হয়নি। তবে এখন থেকে চাচার সঙ্গ আর ছাড়তে চাই না, চেষ্টা করব নিয়মিত তাঁর কথায় গাইতে।‘

 

কিসলু বলেন, ‘আসিফ, আমি ও গাজী চাচা—আমরা তিনজনই কুমিল্লার সন্তান। এবার একসঙ্গে কাজ করব ভেবে খুব ভালো লাগছে। আশা করছি, গান দুটি সবার ভালো লাগবে।’