বিনোদন ৩০ নভেম্বর, ২০১৯ ০৬:৫৯

প্রিয়তীর লেখা 'ছোবল' আসবে আগামী বইমেলায়

সিফাত কবীর ।।

বাংলাদেশি বংশোদ্ভূত মিস আয়ারল্যান্ড খ্যাত মাকসুদা আক্তার প্রিয়তী। লিখতে ভালোবাসেন। তার লেখা বইও আছে। সম্প্রতি এই মিস আয়ারল্যান্ড তার লিখা একটি কবিতা ফেসবুকের টাইমলাইনে পাবলিশ করেন। করতেই লেখাটি ভাইরাল হয়। যা পাঠকদের জন্য তুলে ধরা হল। 

বিশ্বাস করুন আমি দাঁড়িয়ে থাকি,
ওরা আমার নখগুলো তুলে উপড়ে ফেলে
আমি ব্যাথায় কাৎরাতে থাকি
কিন্তু ওরা দেখে না।

বিশ্বাস করুন আমি দাঁড়িয়ে থাকি,
ওরা আমার চামড়া টেনে ছিঁড়ে উলটাতে থাকে
পা থেকে একটু একটু করে
আমি যন্ত্রনায় চিৎকার করতে থাকি
কিন্তু ওরা শুনতে পায় না।

বিশ্বাস করুন আমি দাঁড়িয়ে থাকি,
ওরা আমার মেরুদণ্ড গুরো করবে বলে
শব্দ করে হাতুড়ী পিটায়
আমার জীবনশক্তি ক্ষয় হতে থাকে
শেষ নিঃশ্বাস গুলো ধরে আগলে থাকি
কিন্তু ওরা টের পায় না।

বিশ্বাস করুন আমি দাঁড়িয়ে থাকি,
ওরা আমায় মরুভূমির বুকে ফেলে রাখে
ক্ষুধায় তৃষ্ণায় আমার অন্ত অবয়ব
ভেঙ্গে চুরমার হতে থাকে বিন্দু কণায়
কিন্তু ওরা কোন শব্দ উচ্চারন করে না।

বিশ্বাস করুন আমি দাঁড়িয়ে থাকি,
হো- হো করে সগৌরবে হাসতে থাকি
ওরা সেই হাসির অর্থ বুঝলো না
তখনও না , এখনও না ...

-- ছোবল (আসবে আগামী বইমেলায়)
প্রিয়তী
২৮/১১/২০১৯