বিনোদন ১৮ আগস্ট, ২০১৯ ০৪:৩০

সিনেমা হলে ঘুরে বেড়াচ্ছেন বুবলী

বিনোদন ডেস্ক।।

এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ঢালিউডের জনপ্রিয় নায়িকা বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি। এই সিনেমাতে তিনি আবারও জুটি বেঁধেছেন সুপার স্টার শাকিব খানের সথে। জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের ১৫৪টি সিনেমা হলে।

টানা কয়েক বছর ধরে ঈদে নিয়মিত মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত সিনেমা। তিনি বলেন, ঈদের মতো একটি উৎসবে ছবি মুক্তি পাওয়া আনন্দের। ভাগ্যক্রমে গত কয়েক বছর ধরে আমি শুধু ঈদে হাজির হচ্ছি। এটি আমি উপভোগ করি। শুরু থেকে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ঈদে মুক্তির পরিকল্পনা ছিল। খুব কম সময়ে আমরা সিনেমার কাজ শেষ করেছি।

সিনেমার কাহিনী সম্পর্কে তিনি জানান, এটি একটি দেশপ্রেম ভিত্তিক সিনেমা। এই ছবিতে প্রেম আছে। সেই সাথে আছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মেসেজ।

ছবি মুক্তির পর সিনেমা হলে ঘুরে বেড়াচ্ছেন বুবলী। দর্শক সাড়াও নাকি ভালো পাচ্ছেন তিনি। বুবলী বলেন, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ভাষায় প্রকাশ করতে পারব না। আমার প্রত্যাশা ছিল ছবিটি মানুষ গ্রহণ করবে। ঈদ, বৃষ্টি উপেক্ষা করেও মানুষ সিনেমাটি দেখতে এসেছে।