বিনোদন ২৭ নভেম্বর, ২০১৯ ১০:২৭

নিউইয়র্কে এন্ড্রু কিশোরের জন্য কনসার্ট

বিনোদন ডেস্ক ।।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জন্য নিউইয়র্কে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর। শিল্পীর চিকিৎসার ব্যয়ে সহযোগিতার জন্য কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে শো টাইম মিউজিক নামের একটি প্রতিষ্ঠান।

কনসার্টটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের কুইন্স প্যালেসে। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি অংশ নেবেন দেশের জনপ্রিয় বেশ কজন শিল্পী।  শো টাইম মিউজিকের কর্নধার আলমগীর খান আলম জানিয়েছেন, কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ এন্ড্রু কিশোরের চিকিৎসায় ব্যয় করা হবে।

উল্লেখ্য, ক্যান্সার-আক্রান্ত এন্ড্রু কিশোর উন্নত চিকিৎসার জন্য গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন।