বিনোদন ১৭ আগস্ট, ২০১৯ ১০:০৫

দাউদ ইব্রাহিমের পরিবারের জন্য বয়কট মিকা 

বিনোদন ডেস্ক ।। 

কাশ্মীর ইস্যুতে যখন ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব তুঙ্গে ঠিক তখনই পাকিস্তানে বলিউড গায়ক মিকা সিং। পাকিস্তানের শিল্পপতি আদনান আসাদের মেয়ের বিয়ের মেহেদি অনুষ্ঠানে গান গাইতে হাজির হন মিকা। করাচির ওই অনুষ্ঠানে মিকা সিংয়ের হাজিরার পর খবরটি ছড়িয়ে পড়লে তাকে বয়কট করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)।

পাকিস্তানের মিকার অনুষ্ঠান নিয়ে প্রকাশ্যে এল আরও বেশ কিছু তথ্য। রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানি শিল্পপতি আদনান আসাদ হলেন দাউদ ইব্রাহিমের পরিবারের ঘনিষ্ঠ। ফলে আসাদের মেয়ের মেহেদির অনুষ্ঠানে দাউদের পরিবারের সদস্যরাও এসেছেন। পাশাপাশি আসাদের মেয়ের মেহেদির অনুষ্ঠানের আয়োজন যেখানে করা হয়, তার পাশেই দাউদ ইব্রাহিমের পরিবারের সদস্য আনিস ইব্রাহিম এবং ছোট ভাই শাকিলের বাড়ি।

সব মিলিয়ে মিকা সিংয়ের পাকিস্তানে গান করা ও সেই অনুষ্ঠানে দাউদ ইব্রাহিমের পরিবারের উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। সমগ্র ভারতজুড়ে এই আচরণের জন্য সমালোচিত হচ্ছেন মিকা।