বিনোদন ২৭ জুলাই, ২০১৯ ০৫:৩৫

সনি আনছে স্মার্ট ফোনের চেয়েও ছোট এসি

গরমে হাসফাস করছেন। ভাবছেন, ইশ শরীরে এসি লাগিয়ে যদি ঘোরা যেতো তবে কতই না ভালো হতো। চলতে ফিরতে এই গরমে সবারই এমনটা মনে হতে পারে। 

কিন্তু সনি কর্পোরেশন কিন্তু এই মনে হওয়া নিয়ে বসে নেই। এতোদিন আপনার কল্পনার জগতের ভাবনা এই জাপানিজ এই কোম্পানী বাস্তবে রূপ দিতে যাচ্ছে। তীব্র গরমের হাত থেকে বাচতে সনি বাজারে আনছে রিওন পকেট নামের সহজে পরিধেয় এয়ার কন্ডিশন। আর ছোট্ট এই এসির ওজন হবে একটা স্মার্ট ফোনের থেকেও কম। 

যদিও বিশেষ ধরনের টিশার্ট পরলেই কেবল এসিটি ব্যবহার করা যাবে। এই টিশার্টের পেছনের দিকে ঘাড়ের কাছে চারকোণা ছিদ্র যুক্ত একটি পকেট আছে। সেই পকেটে এসিটি বসানো যাবে। এর উপর বাইরের কাপড় পরতে হবে।  

এসির তাপমাত্রা বাড়ানো কমানো যাবে স্মার্টফোনের মাধ্যমে। এছাড়া, স্বয়ংক্রিয়ভাবে সঠিক তাপমাত্রা সেট করার প্রযুক্তিও আছে এতে। দুই ঘণ্টা চার্জ দিলে ৯০ মিনিটের ব্যাকআপ পাওয়া যাবে। এতে পেলটিয়ের নামের একটি উপাদান ব্যবহার করা হয়েছে। এই উপাদান গাড়ির এসির জন্যও ব্যবহার করা হয়।

এই ডিভাইসের দাম ধরা হয়েছে ১৩০ ডলার (১০ হাজার ৯২০ টাকা)। তবে, আপাতত এই এসি শুধু জাপানেই পাওয়া যাবে।

ডিভাইসটি উৎপাদন করতে ক্রাউডফান্ডিং প্রজেক্ট চালু করেছে সনি। ইতোমধ্যে ডিভাইসটির জন্য দুই দিনে দুই লাখ ডলারের ফান্ড জমা হয়েছে।