বিনোদন ডেস্ক ।।
গত ৪ নভেম্বর হঠাৎ সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ফাহমি-মিথিলার কিছু গোপন ছবি নিয়ে তোলপার। ছবিগুলো যেন ঝড়ের গতিতে ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয়ে যায় তর্ক বিতর্ক।
এবার মিথিলা কান্ডে হাওয়া দিতে ঘটেছে আরেক কান্ড। রাফিয়াত রাশিদ মিথিলা নামের এক ফেক (আসল কি নকল তা এখনো জানা যায়নি) আইডি থেকে একটি স্ট্যাটাস শেয়ার করা হয়েছে গত ৬ নভেমম্বর যেখানে তাহসান মিথিলার সেক্সসুয়েল লাইফ নিয়ে কথা বলা হয়েছে। সেই আইডি থেকে এও বলা হয়েছে তাহসানের সাথে সেক্সসুয়েল লাইফে সুখি ছিলেন না মিথিলা। এই কষ্টটি একমাত্র তিনিই বুঝতেন।
পরবর্তীতে আইডি থেকে স্ট্যাটাসটি মুছেও ফেলা হয়েছে। আইডির লিঙ্কটি এখানে দেয়া হল। https://www.facebook.com/DesignGuro
পাঠকদের জন্য স্ট্যাটাসটির একটি ছবি দেয়া হল -























