বিনোদন ৬ নভেম্বর, ২০১৯ ১২:১২

জুতো নিয়ে তেড়ে এলেন মালাইকা!

বিনোদন ডেস্ক।।

নেহা ধুপিয়ার একটি চ্যাট শোতে আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা অরোরা হাজির হয়েছিলেন। আর যে কোন শোতেই তার আবির্ভাব হলে আলোচনায় অর্জুন থাকবেই। নেহাও তেমনি প্রশ্ন ছুড়ে দেন অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক কেমন? কবে বিয়ে করছেন? অর্জুনের এমন কোনও দিক আছে, যা তার পছন্দ নয়? এমন বেশ কিছু প্রশ্ন করা হয় মালাইকাকে।

অর্জুন কাপুরের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসছেন, সে বিষয়ে কিছু খোলসা করেননি মালাইকা অরোরা। তবে নেহার একটি প্রশ্ন শুনে তার দিকে জুতো উঁচিয়ে তেড়ে যান মালাইকা। তবে সেটা নেহাতই মজার ছলে হাসতে হাসতে।

এছাড়া বিয়ের পরিকল্পনা নিয়ে কথায় কথায় মালাইকা জানালেন, তার স্বপ্নের বিয়ে হবে সমুদ্র সৈকতে, যেখানে পরনে থাকবে সাদা গাউন। আর গার্লগ্যাংয়ে থাকবে তার ঘনিষ্ঠ সব বন্ধুরা। ভাহবিজ মেহতা তার বেস্ট ফ্রেন্ড।

অন্যদিকে, নিজের বিয়ের ছবি তুলবেন বলে জানান অর্জুন কাপুর। কারণ সেই একমাত্র মালাইকার ভালো ছবি তুলতে পারে। নিজের বিয়ে নিয়ে স্বপ্নের ফেরিতে চেপেছেন মালাইকা। সম্প্রতি পানিপথ চলচিত্রের ট্রেলার মুক্তি পেয়েছে। সেই প্রসঙ্গে তিনি জানান, ছবিটি দেখার জন্য যথেষ্ট মুখিয়ে আছেন।