বিনোদন ৫ নভেম্বর, ২০১৯ ০৬:৪১

নগ্ন ভিডিও ফাঁসের পর মোদিকে হুমকি দেওয়া সেই বিতর্কিত গায়িকা যা করলেন!

বিনোদন ডেস্ক।।

নরেন্দ্র মোদীকে হুমকি দিয়ে ভাইরাল হওয়া পাক গায়িকা রবি পীরজাদা এবার মিডিয়া জগতই ছেড়ে দিচ্ছেন। তার একটি নগ্ন ভিডিও ফাঁসের পর এমন সিদ্ধান্ত নেওয়ার  ঘোষণা দিয়েছেন পাকিস্তানের আলোচিত-সমালোচিত এ গায়িকা। সম্প্রতি এক টুইট বার্তায় তিনি একথা জানান।

গত সপ্তাহে পাকিস্তানের এই গায়িকার একটি অশালীন ভিডিও ভাইরাল হয়। যেখানে রবি পিরজাদার নগ্ন ছবি এবং ভিডিও দেখা যায়। ওই ঘটনার পরপরই সামাজিক মাধ্যম জুড়ে পিরজাদার বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। সোশ্যাল সাইট থেকে যতই পাক গায়িকার ওই ছবি এবং ভিডিও সরিয়ে দেওয়া হোক না কেন, ততক্ষণে রাগে ফুঁসতে শুরু করেন পিরজাদা। তাঁর ওই ছবি এবং ভিডিও কে বা কারা সোশ্যাল সাইটে ছড়িয়ে দিয়েছেন, তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন তিনি। পাশাপাশি এরপরই পিরজাদা জানান, বিনোদন জগত থেকে চিরতরে বিদায় নিচ্ছেন তিনি।