ডেস্ক রিপোর্ট ।।
'ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধিরে' গানটির কথা মনে আছে অবশ্যই। হ্যা ২০১৮ সালে দেশের সব থেকে বেশি হিট করা গান ছিল এটি। যেই গানে পুরো দেশ মজেছিল। বাংলাদেশ ক্রিকেট দল থেকে নিয়ে শোবিজ অঙ্গনের সকলের মুখেই ছিল এই গানটি।
এখন কি তবে 'ও মাইয়া রে মাইয়রে'কে টক্কর দিতে চলে এসেছে 'ও পোলারে'? এমআর বেষ্টমিডিয়ার প্রযোজনায় সম্প্রতি রিলিজ পেয়েছে 'ও পোলারে ২' গানটির মিউজিক ভিডিও। গানটি গেয়েছে শিশু শিল্পী খ্যাত রঙ্গন হৃদ্য। গানটি লিখেছে জান্নাতারা ফেরদৌস মিলা। টিউন করেছে আরিয়ান হাসমি।
রেজা মাহমুদের পরিচালনায় মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মডেল আনান খান, আনিকা, আখি ও টুম্পা।
ও মাইয়ারের মত ও পোলারে ২ গানটি সেভাবে দর্শকদের মন কাড়তে পারেনি বলে অনেকের মত। গানটি ইউটিউবে আসার পর থেকে দেখা হয়েছে ৪৬ হাজার বার।






















