বিনোদন ডেস্ক
এক সাংবাদিক দম্পতির নৃশংস হত্যাকাণ্ড, যার রহস্য এক যুগেও ভেদ হয়নি; সেই আলোচিত ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। দীর্ঘদিন ধরে এটি আটকে ছিল সেন্সর বোর্ডের আপত্তিতে, কিন্তু অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। এই ডিসেম্বরেই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে চলেছে প্রতীক্ষিত এই সিনেমাটি।
গত বছরই ফিল্মটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন চলচ্চিত্র সেন্সর বোর্ড এর প্রদর্শনে আপত্তি জানায়। বোর্ড কয়েকটি প্রধান কারণ উল্লেখ করে ছাড়পত্র দেয়নি। যেমন- নৃশংস খুনের দৃশ্য থাকা, এর কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তব ঘটনার সঙ্গে মিলে যাওয়া (যে ঘটনা বাস্তবে ঘটেছে এবং এর মামলা উচ্চ আদালতে বিচারাধীন) এবং ফিল্মটি প্রচারিত হলে ভুল বার্তা যেতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে যখন এর টিজার প্রকাশ হয়, তখন দর্শকরা আঁচ করেছিলেন যে এটি আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে নির্মিত।
এবার আইস্ক্রিন সূত্র সংবাদমাধ্যমকে জানাল, সেন্সর বোর্ডের আপত্তির কারণে প্রায় দেড় বছর ধরে আটকে থাকা এই ফিল্মটির জট অবশেষে খুলছে। জানা গেছে, সব ঠিক থাকলে এই ডিসেম্বরেই এটি দর্শকদের সামনে আসছে।
এই থ্রিলার-রহস্যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।
- বঙ্গাব্দ, ২৫ জানুয়ারি ২০২৬ ইং, রবিবার
ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’
সেন্সরে আটকে ছিল সাংবাদিক দম্পতির সেই খুনের গল্প, অবশেষে মুক্তি
আরো খবর
মায়ের শাড়িতে নস্টালজিক তাসনিয়া ফারিণ
১৬ জানুয়ারি, ২০২৬
কবে মুক্তি পাবে ‘পঞ্চায়েত ৫’
১৫ জানুয়ারি, ২০২৬
সাংস্কৃতিক আয়োজনে ফিরল ছায়ানট
১০ জানুয়ারি, ২০২৬
প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু
১৮ ডিসেম্বর, ২০২৫
খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে : সাবিলা নূর
১৫ ডিসেম্বর, ২০২৫
আমাকে একা ছেড়ে চলে গেলে : হেমা মালিনী
৮ ডিসেম্বর, ২০২৫
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)
















