আন্তর্জাতিক ডেস্ক
সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া ইরানের এক তরুণী এশিয়ার দেশ ফিলিপাইনে আশ্রয় চেয়েছেন। কারণ হিসেবে ইরানে নিজ জীবনের শঙ্কার কথা বলছেন তিনি। গতকাল সোমবার (২১ অক্টোবর) আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ফিলিপাইনে আশ্রয় চাওয়া ইরানি তরুণীর নাম বাহারে জারে বাহারি। তিনি চলতি মাসের জানুয়ারিতে ম্যানিলায় অনুষ্ঠিত মিস ইন্টারকন্টিনেন্টাল সুন্দরী প্রতিযোগিতা ২০১৮-এ ইরানের হয়ে অংশ নেন।
বাহারি এখন ফিলিপাইনের ব্যুরো অব ইমিগ্রেশনের হেফাজতে রয়েছেন। গত সপ্তাহে তিনি ম্যানিলার বিমানবন্দরে এলে তাঁকে আটকে দেয় কর্তৃপক্ষ।






















