বিনোদন ২০ অক্টোবর, ২০১৯ ১১:০৪

আমার পূত্রের আমাকে প্রয়োজন নেই: সাইফ আলী খান

বিনোদন ডেস্ক।।

বলিউডের জনপ্রিয় তারকা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের নামের আগেই যুক্ত হয়ে গেছে বলিউড তারকা। তার বোন সোহা আলী খান তো অনেক আগেই বলিউডে নাম লিখিয়েছেন। এবার অপেক্ষা বড় ছেলে ইব্রাহিম আলী খানের। কিছুদিন আগেই হ্যালো ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা গেছে সারা আলী খান আর ইব্রাহিমকে। শোনা যাচ্ছে, তিনি নাকি মা, বাবা আর বোনের মতোই পারিবারিক ঐতিহ্য মেনে পা রাখতে চান বলিউডে। তাই ই টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ছেলের জন্য উপদেশ দিয়েছেন বাবা সাইফ আলী খান।

সারা আলী খান প্রথম ক্যামেরার সামনে এসেছিলেন বাবা সাইফ আলী খানের হাত ধরে। করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোতে। ‘কেদারনাথ’, ‘সিম্বা’ আর সাক্ষাৎকারের মাধ্যমে সারা আলী খান খুবই অল্প সময়ের মধ্যেই এখন বলিউডের সবচেয়ে আলোচিত তারকাদের মধ্যে একজন। বলা হচ্ছে, একজন ‘আদর্শ বলিউড তারকা’ হতে যা যা প্রয়োজন, এর সবই আছে সারার ভেতর। পারিবারিক ঐতিহ্য, শিক্ষা, মেধা, জ্ঞান, বিনয়—এসবের সমন্বয়ে তাঁকে ভাবা হচ্ছে বলিউডের দাপুটে ভবিষ্যৎ।

অন্যদিকে ইব্রাহিম আলী খানের বলিউড অভিষেক বিষয়ে বাবা সাইফ আলী খান ই টাইমসকে বলেন, ‘ও (ইব্রাহিম) যদি সিনেমা করতে চায়, তবে আমার মনে হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও যোগ্যতা তার আছে। বলিউডে সে একেবারে নিজের যোগ্যতায় নিজের পরিচয় তৈরি করবে। আমার নামের কোনো প্রয়োজন নেই ওর।’