ডেস্ক রিপোর্ট।।
বন্ধ হয়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল রাজমনী। রুপালি গল্পগুলো আর রঙ ছড়াবেনা সেখানে। তার কারন হল সিনেমা হল ভেঙে তৈরী হতে যাচ্ছে বহুতল বিশিষ্ট সুউচ্চ ভবন। আর সেখানেও থাকবেনা কোনো সিনেপ্লেক্স। এর পেছনে ভালো চিত্রনাট্য আর মানসম্মত সিনেমা তৈরি না হওয়াকেই দুষলেন কতৃপক্ষ।
প্রায় ২০ বছর আগে চলচ্চিত্রের রূপালি দুনিয়ার প্রতি তীব্র অনুরাগ থেকেই রাজধানীর রাজমনি হলে চাকরি নেন মোহাম্মদ জালাল। এতোদিন সুখে-দুঃখে ভালোই কেটেছে প্রিয় প্রতিষ্ঠানের আঙিনায়। কিন্তু আজ সময় হয়েছে মায়ার বাধন ছিন্ন করার। লোকসানের মুখে বন্ধ হতে চলেছে প্রেক্ষাগৃহটি।
১৯৮৩ সালে 'লালুভুলু' প্রদর্শনের মাধ্যমে যাত্রা শুরু হয় রাজমণি সিনেমা হলের। তারপর কাকরাইল ও আশপাশের এলাকার চলচ্চিত্রপ্রেমীদের কাছে অন্যতম বিনাদন কেন্দ্র হয়ে ওঠে প্রেক্ষাগৃহটি। কিন্তু সময়ের সাথে প্রতিষ্ঠানটি হারিয়েছে তার জৌলুস।
রাজমনি হলের জায়গায় নির্মিত হবে ২০ তলা বাণিজ্যিক ভবন। এক সপ্তাহের মধ্যে শুরু হবে যার কাজ। কিন্তু এতে থাকবে না সিনেমো দেখানোর কোনো ব্যবস্থা। কারণটা জানালেন প্রেক্ষাগৃহের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ।
একসময় দেশে প্রায় ১২শ' সিনেমা হল থাকলেও সংখ্যাটা এখন দেড়শোতে এসে ঠেকেছে। মানসম্মত সিনেমা না বাড়লে; সামনে আরও হল কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।






















