বিনোদন ডেস্ক।।
নানা নাটকীয়তার মধ্য দিয়ে ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়েছিল। এরপর ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চীনে যান তিনি।
মজার বিষয় হলো, এবার মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯ প্রতিযোগিতাতেও আছেন জেসিয়া। প্রায় দেড় হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এখন অবস্থান করছেনচূড়ান্ত ১০ প্রতিযোগীর মধ্যে।
অন্য প্রতিযোগীদের মধ্যে আছেন শিরিন শিলা, তামান্না ইশরাত সোহানী, মারিয়া মুমু, সানোয়ার তায়েফা, আফলা আরমান, ইরানা ইশরাত, স্মৃতি আকতার, আলিশা ইসলাম ও তোশিবা আনিতা ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘কেউ অন্য প্রতিযোগিতায় অংশ নিলেও মিস ইউনিভার্স বাংলাদেশে অংশ নিতে বাধা নেই। জেসিয়া স্বাভাবিক প্রক্রিয়ায় নিবন্ধন করে এতে অংশ নেন। আর বিষয়টি আমরা জানতে পারি সেরা ৫০ জনের তালিকা হওয়ার পর। তারপর তিনি সেরা ১০-এ স্থান করে নিয়েছেন নিজ যোগ্যতায়। তবে সেরা হওয়ার জন্য এখনও অনেক পথ বাকি আছে। দেখা যাক কী হয়।’
এদিকে আজ (১৫ অক্টোবর) দুপুরে গুলশানের আমিশে জুয়েলারি শপ-এ মিস ইউনিভার্স বাংলাদেশের ক্রাউন উন্মোচন করা হয়। এটি করেন আয়োজনটির বিচারক তাহসান খান, কানিজ আলমাস, আমিশের বিজনেস প্রধান রোকেয়া সুলতানা, মিস ইউনিভার্স বাংলাদেশের চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক। এসময় আরও উপস্থিত ছিলেন এবারের শীর্ষ ১০ প্রতিযোগী।
আয়োজক সূত্রে জানা গেছে, এই মুকুট ৭৫০টি হীরাখচিত আছে। এ কারণে এর বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। শৈল্পিক এই ক্রাউনটি তৈরি করেছে আমিশে।






















