বিনোদন ডেস্ক।।
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট দখল করে নিলো হ্যাকাররা। আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি নিজেই সেটি হ্যাকড হওয়ার খবর জানিয়েছেন।
একটি পোস্টে ২৭ বছর বয়সী এই তারকা উল্লেখ করেন, ‘আমার টুইটার অ্যাকাউন্ট কে বা কারা হাতিয়ে নিয়েছে। সেটি উদ্ধারে কাজ চলছে। ততক্ষণ পর্যন্ত কোনও অযাচিত বা অদ্ভুত টুইট দেওয়া হলে তা এড়িয়ে যাওয়ার অনুরোধ রইলো।’
একঘণ্টা পর টুইটার ব্যবহারকারীদের উদ্দেশ করে ‘কবির সিং’ ছবির এই অভিনেত্রী ইনস্টাগ্রামে আরেকটি পোস্টে লিখেছেন, ‘আমার অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনও সন্দেহজনক লিংকে ক্লিক না করার অনুরোধ রইলো। অ্যাকাউন্টটি এখনও হ্যাকড, সুতরাং কোনও লিংক আমি পাঠাইনি।’
কিয়ারা আদভানিএর আগে ‘কবির সিং’ তারকা শহিদ কাপুরের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও সংগীতশিল্পী আদনান সামির টুইটার অ্যাকাউন্টও হ্যাকারদের শিকার হয়েছিল।






















