বিনোদন ডেস্ক।।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) নির্মিত হচ্ছে আইসিইউ। আর এটি নির্মাণ করা হচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্য। তবে বাস্তবে নয় ‘আগুন’ শিরোনামের একটি সিনেমার জন্য আইসিইউ সেট নির্মাণ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা বদিউল আলম খোকন।
শাকিব-জাহারা মিতু অভিনীত ‘আগুন’ সিনেমার শুটিং শেষের দিকে। ইতোমধ্যে ছবির সিংহভাগ কাজ শেষ হয়েছে। বাকি আছে একটি সিক্যুয়েন্সের কাজ ও চারটি গান।
বদিউল আলম খোকন একটি অনলাইন নিউজ পোর্টালকে বলেন, সিনেমার সিক্যুয়েন্সের কাজ এতদিনে শেষ হয়ে যেত। শুরুতে আমরা হাসপাতালের আইসিইউ ব্যবহার করে শুটিং করতে চেয়েছিলাম। কিন্তু স্পর্শকাতর এলাকা হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করি। আর এ কারণে এফডিসিতে আইসিইউর আদলে সেট নির্মাণ করে শুটিং করব। ইতোমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি।
তিনি আরও জানান, আইসিইউ দৃশ্যধারণের পর গান চারটির টানা শুটিং করে ছবির কাজ শেষ করব।






















