বিনোদন ৬ জানুয়ারি, ২০২৪ ০৫:২২

ভোট দিতে পারছেন না চিত্রনায়ক শাকিব খান

বিনোদন প্রতিবেদক  : আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে। তারকাদেরও আগ্রহের কমতি নিয়ে। শোবিজ থেকেও অনেকে প্রার্থী হয়েছেন। দেশের আলোচিত অভিনয়শিল্পী বা শোবিজ তারকারা কোথায় ভোট দিচ্ছেন বা দেবেন এই নিয়েও সাধারণ মানুষের আগ্রহ রয়েছে। অনেকের মনেই প্রশ্ন জেগেছে শাকিব খান কোথায় ভোট দেবেন? শাকিব খান আসলে এবার ভোট দেবেন না।

অনেকেই চমকে গেলেও ঘটনা সত্য। শাকিব খান রাজধানীর গুলশানের বাসিন্দা। ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান।  জাতীয় সংসদ নির্বাচনে মাকে নিয়ে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। শাকিব ঢাকা ১৭-এর ভোটার। তবে এবার আর শাকিবকে ভোট দিতে দেখা যাবে না কারণ তিনি দেশে নেই। 

শাকিব বর্তমানে সৌদি আরবে আছেন। পবিত্র ওমরাহ হজ পালন করতে গত ২ জানুয়ারি ঢাকা ছাড়েন তিনি। সেদিন দুপুরের এক ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা নগরীর উদ্দেশে বিমানে চেপে বসেন তিনি। এখন পর্যন্ত দেশে ফেরেননি। তাই স্বাভাবিকভাবেই বলা যায় শাকিব খান ভোট দিতে পারছেন না।

জানা গেছে, মক্কা থেকে ফিরেই প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিংয়ে যোগ দেবেন। এরইমধ্যে ছবিটির বাংলাদেশের অংশের কাজ প্রায় শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

আমাদেরকাগজ / এইচকে