বিনোদন ২ ডিসেম্বর, ২০২৩ ০৪:২৭

দেশে সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পে আতঙ্কিত তারকারাও

আমাদের কাগজ ডেস্ক : ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ সকালে বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। চলতি বছর দেশের ভেতর উৎপত্তি হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে আজকের ভূমিকম্পটিই ছিল সর্বোচ্চ মাত্রার।

ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার দক্ষিণ- উত্তরদক্ষিণে। এতে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া না গেলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারদিকে। তাৎক্ষণিকভাবে সোশ্যালে নিজের অনুভূতি শেয়ার করেছেন অনেকেই। বিনোদন জগতের অনেক তারকাই এতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তারাও সোশ্যালে নিজেদের অনুভূতি শেয়ার করে পোস্ট করেছেন।

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, ‘যা জানলাম আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু আর ফান করার মতো থাকলো না, তাই না?

অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘প্রচণ্ড ভূমিকম্প! আল্লাহ্ আমাদের রক্ষা করুণ। আমিন....।’

চিত্রনায়ক জায়েদ খান লিখেন, ‘কী ভয়ংকর ভূমিকম্প। আল্লাহ সবাইকে হেফাজত করুন।
 
জানা যায়, গত ২০ বছরের মধ্যেই এটি সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। দেশের ভূমিকম্প গবেষকরা বলছেন, এর আগে সর্বশেষ ২০০৩ সালের ২৭ জুলাই রাঙ্গামাটির বরকোলে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। 

আমাদেরকাগজ / এইচকে