বিনোদন ২ ডিসেম্বর, ২০২৩ ১১:২১

হিরো আলমকে নকল করছেন জায়েদ খান? 

আমাদের কাগজ ডেস্ক: এবার জায়েদের খানের কর্মকাণ্ডে বিরক্ত হিরো আলম। এই কনটেন্ট ক্রিয়েটরের মতে, তার পাগলামিটা বেড়ে গেছে। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান হিরো আলম। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন।  

হিরো আলমের বলে, সিনেমার খবরে নেই জায়েদ খান। ইদানিং তার পাগলামিটা বেড়ে গেছে ।

এদিকে বিভিন্ন অনুষ্ঠানে ‘ডিগবাজি’ দিয়ে হাসির পাত্র হচ্ছেন এ নায়ক। যদিও সেসব গায়ে না মেখে ডিগবাজি দিয়ে যাচ্ছেন।

হিরো আলম আরও বলেন, ‘জায়েদ খান আগে এ রকম করত না। কাজের অভিজ্ঞতায় আমার সিনিয়র সে। আমার থেকে কাজের অভিজ্ঞতা তার বেশি, আমার একটু কম হতে পারে।’ 

এদিকে কয়েকদিন আগে দুবাইতে আলোচিত আরাভ খানের শো-রুম উদ্বোধন করতে দুবাই গিয়েছিলেন হিরো আলম। সেখানে নাকি তাকে অনেকে জানিয়েছেন, জায়েদ তাকে নকল করে ডিগবাজি দেওয়া শুরু করেছেন।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, “আমি দুবাই গিয়েছিলেন। আরাভ খানের শো-রুম উদ্বোধন করেছি। সেখানে আমাকে বলতেছিল যে, ‘জায়েদ খান তো নকল করে তোমাকে। সে তোমার ডিগবাজি নকল করে’। তখন তাকে আমি বললাম যে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আগে আমি অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সেটা নকল করতেই পারে সে।”

কয়েকদিন পর পর ডিবি কার্যালয়ে যান হিরো আলম। এবার সেখানে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ডিবি প্রধান হারুণ স্যারের কাছে এসেছিলাম। তাকে বলেছি, আপনারা প্রতিবারই বলেন, কিন্তু নির্বাচনে আমার সঙ্গে ঝামেলা হয়। তবে হারুন স্যার আমাকে আশ্বাস দিয়েছেন, এবার নির্বাচন করো আলম, এবার কোনো ঝামেলা হবে না। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন হিরো আলম। এর আগে বাংলাদেশ জনদলের (বিজেডি) প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছিলেন তিনি।

আমাদেরকাগজ/এমটি