বিনোদন প্রতিবেদক : গতকাল শনিবার, ১৮ নভেম্বর সকালেই ফেসবুকে কলকাতার গায়িকা ইমন চক্রবর্তী লেখেন, ‘যাই, ঢাকায় গান গেয়ে আসি...। এর কয়েক ঘণ্টা পরেই ফেসবুকে আরেকটি পোস্ট করেন তিনি। জানান, গায়িকা ঢাকায়। তবে এসে মুশকিলে পড়ে গেছেন। কী সেটা? কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। সেই খেলা কীভাবে দেখবেন, তা নিয়েই মুশকিলে পড়েছেন গায়িকা।
ইমন লিখেছেন, ‘ঢাকায় আছি কিন্তু হটস্টার চলছে না...আমি কী করে বিশ্বকাপ দেখব? সাজেশন দাও।’
প্রতিবেশী দেশের গায়িকাকে সমাধানও দিয়েছেন বাংলাদেশিরা। অনেকেই তাঁকে বাংলাদেশি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে খেলা দেখার পরামর্শ দিয়েছেন। ইমন চক্রবর্তীকে প্রায়ই দেখা যায় খেলার মাঠে। কলকাতায় ম্যাচ থাকলে তিনি নিয়মিতই খেলা উপভোগ করতে ইডেন গার্ডেনে হাজির হন।
২০১৭ সালে ‘প্রাক্তন’ সিনেমায় ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি গেয়ে ব্যাপক পরিচিতি পান ইমন চক্রবর্তী। পরে গানটির জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও শোকেজে তোলেন গায়িকা।।
আমাদেরকাগজ / এইচকে






















