বিনোদন ডেস্ক: টলিউডের শীর্ষ নায়িকা ঋতুপর্ণা সেনের বয়স যেন বাড়ছেই না! যত দিন যাচ্ছে, রুপের ঝলক বেড়েই চলেছে অভিনেত্রীর। সৌন্দর্যে এই সময়ের নায়িকারাও বেশ টক্কর খান ঋতুপর্ণার সঙ্গে। এখনো আগের মতোই গ্ল্যামার তার। আবেদনময়ী লুকে মুগ্ধ রাখেন অনুরাগীদের।
সামাজিক মাধ্যমেও নিয়মিত সক্রিয় থাকেন ঋতুপর্ণা। প্রায়ই নিজের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে। এবার ইনস্টাগ্রামে বিকিনি পরিহিত কয়েকটি ছবি শেয়ার করলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেন, ‘দত্তা রিলিজের আগে নিজের সঙ্গে একটু সময় কাটানো।
ঋতুপর্ণার খোলামেলা সেই ছবি ভক্তদেরও বেশ নজর কেড়েছে। ৫১ বছর বয়সে এসেও যেভাবে নিজেকে ফিট রেখেছেন এই নায়িকা, তারই প্রশংসা দেখা গেছে নেটিজেনদের মুখে।
ঋতুপর্ণার ছবিতে মন্তব্য করে অভিনেত্রী শুভশ্রী জানালেন ‘আগুন’। আবার কোনো অনুরাগী লিখেছেন, ‘হট’। কারো মন্তব্য ‘টলিউডের নায়িকা হিসেবে তুমিই সেরা’।
মাস খানেক আগেও গোলাপি বিকিনিতে ভক্তদের সামনে হাজির হয়েছিলেন এই নায়িকা। সেবারও নিজের সাহসী অবতারের বেশ প্রশংসা পেয়েছিলেন ঋতুপর্ণা।
আমাদেরকাগজ/এইচএম





















