বিনোদন ১৭ আগস্ট, ২০২৩ ০৬:০০

টলিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় অসুস্থ! 

বিনোদন ডেস্ক : টলিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় অসুস্থ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুঞ্জনটি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

গতকাল বুধবার নিজের ফেসবুকে ইংরেজিতে একটি পোস্ট দেন সৃজিত। যার বাংলা করলে দাঁড়ায়, ‘অন্ধকার নামছে, এতই ঘন যে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না।’পোস্টের মন্তব্যের ঘরে অনুরাগীদের অনেকেই জানতে চেয়েছেন, কী হয়েছে? তবে সেসবের কোনো উত্তর দেননি নির্মাতা।

প্রচন্ড জ্বরে ভুগছেন পরিচালক। সম্প্রতি, ‘দশম অবতার’ ছবির শুটিং প্রায় শেষ করেছেন তিনি। মাত্র একদিনের আউটডোরের শুটিংয়ের পরিকল্পনা ছিল উত্তরবঙ্গে। সেখানে যোগ দেওয়ার কথা ছিল ছবির অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসানের। আজ বৃহস্পতিবার ইউনিটের উত্তরবঙ্গে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু পরিচালকের শরীর এতটাই খারাপ যে, শুটিং শিডিউল বাতিল করতে হয়েছে। 

অসুস্থ শরীরে ডাক্তার সৃজিতকে শুটিংয়ের অনুমতি দেননি। তাই আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, পরিচালক সুস্থ হয়ে উঠলে চলতি মাসের শেষে শুটিং করার পরিকল্পনা করা হয়েছে। 

এদিকে গত মাসেও অসুস্থ হয়েছিলেন সৃজিত। নেটমাধ্যমে সেসময় লিখেছিলেন, ‘ভেবেছিলাম কাজে বের হব। কিন্তু হৃদয় পরিবর্তন হলো।’ পরে জানা যায়, হঠাৎই বুকে ব্যথা অনুভব করেছিলেন। পরে ডাক্তারের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। কিন্তু পরীক্ষায় কিছু ধরা পড়েনি। এদিকে ফের তার এমন পোস্ট দেখে অনেকেই ধারনা করছেন ফের বুঝ শরীর কথা শুনছে না তার। 

আমাদেরকাগজ / এইচকে