বিনোদন ১৩ জুলাই, ২০২৩ ০৫:৪৮

মা হওয়ার গুঞ্জনে যা বললেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা সদ্যই ৪১ বসন্ত পেরিয়ে ৪২ বছরে পা রেখেছেন। মঙ্গলবার, ১১ জুলাই ছিল এ নায়িকার জন্মদিন। অভিনয়ে খুব বেশি একটা না দেখা গেলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে জীবনের বিশেষ এই দিনটি এবার ঘরোয়াভাবে কেটেছে এই নায়িকার। কিন্তু জন্মদিনের রাত থেকেই অন্তর্জালে খবর ছড়িয়ে পড়ে দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন পূর্ণিমা। এনিয়ে নায়িকার পক্ষ থেকে বার্তা না এলেও খবরটি নেটদুনিয়ায় ছড়িয়ে যেতে খুব বেশি একটা সময় লাগেনি। তাহলে সত্যিই কী মা হচ্ছেন পূর্ণিমা? গুঞ্জন ওঠে মিডিয়াপাড়ায়।

ঈদুল আজহার পর নতুন করে এখনও কাজে নামেননি তিনি। সবশেষ রোজার ঈদে পূর্ণিমাকে দেখা গেছে নির্মাতা কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ নামের একটি ওয়েব সিরিজে।

বর্তমানে তার ‘গাঙচিল’, ‘জ্যাম’ ও ‘আহারে’ নামের তিনটি সিনেমার কাজ চলছে। এই তিন সিনেমাতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। চলতি বছরেই সিনেমাগুলো মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

ব্যক্তি জীবনে পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর বিয়ে করেন আহমেদ জামাল ফাহাদকে। সেই সংসারে আরশিয়া উমাইজা নামের এক কন্যাসন্তান রয়েছে। তবে পূর্ণিমার এই সংসারও ভেঙে যায়।

সবশেষে ২০২২ সালের ২১ জুলাইয়ে আবারও বিয়ে করেন পূর্ণিমা। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। একটি বহুজাতিক কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।

আমাদেরকাগজ / এইচকে