বিনোদন ২৫ জুন, ২০২৩ ০৫:৫২

নিজের পছন্দের খেলোয়াড় কে জানালেন সানি লিওন!

স্পোর্টস ডেস্ক : অনেকের পছন্দের খেলোয়াড় রোনাল্ডো কিংবা লিওনেল মেসি। কিন্তু সানি লিওনের পছন্দ ভিন্ন কাউকে। ইনস্টাগ্রামে অভিনেত্রীকে তার প্রিয় ফুটবলারের বিষয়ে প্রশ্ন করা হয়। উত্তরে সানি জানিয়েছন, তার পছন্দের খেলোয়াড় ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

সানি লিওনের এমন উত্তর শুনে সোশ্যাল মিডিয়ার অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সানি লিওনের উত্তর আমাদের হৃদয় জয় করে নিয়েছে। সব সময় ভারতীয় ফুটবলারদের সমর্থন করেন তিনি।’

৩৮ বছর বয়সেও ফর্মে রয়েছেন ফুটবলার সুনীল ছেত্রী। গোল করছেন নিয়মিত। ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পর পাকিস্তানের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক করেছেন তিনি। বর্তমানে এই ফুটবলারের আন্তর্জাতিক গোল সংখ্যা ৯০।

আমাদেরকাগজ / এইচেকে