বিনোদন ২০ জুন, ২০২৩ ০৯:৩৯

ভারতের ‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’ পেলেন অভিনেত্রী বর্ষা

বিনোদন ডেস্ক : বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে গত ১৬ বছর ধরে ভারতে নারীদের “গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড” পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবার সেই স্বীকৃতি উঠেছে বাংলা সিনেমার অভিনেত্রী বর্ষার হাতে।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণ এক প্রতিবেদনে জানায়, ভারতের “গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড” পেয়েছেন বাংলাদেশের চিত্রনায়িকা খাদিজা পারভীন বর্ষা। মুম্বাইয়ে বলিউড তারকা রাখি সাওয়ান্তের হাত থেকে তিনি এ সম্মাননা নেন।

বর্ষা বলেন, “এবার অন্য অনেকের সঙ্গে আমাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মুম্বাইয়ে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমের খ্যাতিমান মানুষেরা ছিলেন।

বিনোদন ভুবনে মডেল হিসেবে বর্ষার ক্যারিয়ার শুরু হয়। ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত “খোঁজ-দ্য সার্চ” চলচ্চিত্রে অনন্ত জলিলের সঙ্গে বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক ঘটে।

পরবর্তীতে বর্ষা একে একে “হৃদয় ভাঙা ঢেউ”, “মোস্ট ওয়েলকাম”, “নিঃস্বার্থ ভালোবাসা”, “মোস্ট ওয়েলকাম টু”, “দ্য স্পাই”, “দিন-দ্যা ডে”, “কিল হিম”র মতো বড় বাজেটের চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া, তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক। ব্যক্তিগত জীবনে বর্ষা ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর অনন্ত জলিলকে বিয়ে করেন। বর্তমানে এই দম্পতির দুটি পুত্রসন্তান আছে।

আমাদেরকাগজ / এইচকে