বিনোদন ১৯ জুন, ২০২৩ ০৬:১৫

মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে হিরো আলম!

বিনোদন ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ভোটারের সমর্থন না থাকায় নির্বাচন কমিশন (ইসি) বাতিল করেছেন।

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম। আপিলে মনোনয়নপত্র ফিরে না পেলে হাইকোর্টে রিট করার বিষয়েও ভাবছেন তিনি।

সোমবার, ১৯ জুন বিকেলে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের সঙ্গে কথা বলার সময় এই তথ্য জানিয়েছেন তিনি।

হিরো আলম বলেন, “রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করেছেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার প্রস্তুতি নিতে এসেছি। আগামীকাল (মঙ্গলবার) ইসিতে আপিল করব। আপিলে যদি মনোনয়নপত্র ফিরে না পাই তাহলে হাইকোর্টে রিট করব। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবো।”

গতকাল রবিবার ঢাকা-১৭ থেকে উপ-নির্বাচনে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।

তিনি বলেন, যেকোনো সংসদীয় আসনে নির্বাচন করতে হলে ১% ভোটারের নাম ও সই প্রয়োজন হয়। কিন্তু এই ১% ভোটার ও তাদের সই নিতে পারেননি হিরো আলম। রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি দল সরেজমিন ঘুরে হিরো আলমের দেওয়া ১% ভোটারের হদিস পায়নি। এ জন্যই তার মনোনয়ন বাতিল হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা জানান, মোট ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে বাছাইয়ে সাতজনের মনোনয়ন বৈধ হয়েছে। বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আমাদেরকাগজ / এইচকে