বিনোদন ১৮ জুন, ২০২৩ ০৪:৫৯

কাজের সন্ধানে সানাই!

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করে ধর্মীয় জীবন যাপনের পথ বেছে নেন। বিদায় জানিয়েছিলেন বিনোদন দুনিয়াকে। তবে এক বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। এখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে না আসলেও আলাদা থাকছেন তারা।

এদিকে বিরতির পর ফের অভিনয়ে ফিরতে চান সানাই। আছেন সুযোগের অপেক্ষায়। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানিয়েছেন তিনি।

সানাই বলেন, ‘এখনও কোনো কাজ পাইনি, কারণ যেধরনের কাজ খুঁজছি তা পাচ্ছি না। কারণ আমি শালীনতা বজায় রেখে কাজ করতে চাই। এখনও মনের মতো কাজ না পেলেও শিগগিরই কাজ পেয়ে যাব।’

২০২২ সালের ২৭ মে আবু সালেহ মুসার সঙ্গে বিয়ে হয় সানাইয়ের। তার পৈতৃক নিবাস নীলফামারীতে এবং স্বামীর বাড়ি একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি এলাকায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন সানাই। এরপরই তার বিচ্ছেদের বিষয়টি সামনে আসে। এরপর তিনি জানান, তার স্বামী শারীরিকভাবে অক্ষম। নানা চিকিৎসা করালেও সমাধন হয়নি।

আমাদেরকাগজ / এইচকে