বিনোদন ডেস্ক।।
লোকগান দিয়েই সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের রাজকীয় যাত্রা। 'কৃষ্ণ' শিরোনামের গানটি গেয়ে পেয়েছিলেন হিমালয় সমান জনপ্রিয়তা। অপরদিকে একই ঘরানার গান দিয়ে জনপ্রিয়তার সবটুকু আহরণ করেছেন রিয়েলিটি শো 'ক্লোজআপ ওয়ান' থেকে উঠে আসা কণ্ঠশিল্পী সালমা।
দীর্ঘদিন তারা সংগীত ইন্ডাস্ট্রিতে থাকলেও একসঙ্গে কাজ করা হয়নি একবারও। তাই অন্য অনেক শিল্পীর মতো হাবিবের ডাকের অপেক্ষায় ছিলেন সালমাও।
এবার সেই ডাকটি এলো। সোমবার (৩০ সেপ্টেম্বর) হাবিবের স্টুডিওতে মুখোমুখি বসলেন সালমা। হাবিব আগেই একটি গানের কথা-সুর বুনে রেখেছেন। সালমা সেটিতে ডেমো ভয়েস দিলেন। এরপরই সালমাকে নিয়ে গান করার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন হাবিব। গানটির শুরুটা এমন, ‘দূর অজানায় থাকো তুমি, পাই না তোমার দেখা’।
‘তোমার অপেক্ষায়’ নামের এই গানটি লিখেছেন অমিতা কর্মকার। এটিও লোক আঙ্গিকের গান। এখন দেখা যাক শ্রোতারা গানটিকে কতটুকু গ্রহন করে?






















