বিনোদন ১০ জুন, ২০২৩ ১১:৪৪

‘জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি’: কাজল 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: সম্প্রতি বলিউড অভিনেত্রী কাজল বিরতি নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। এর আগেও বরাবরই বেশ সক্রিয় দেখা মিলত কাজলকে। তবে শুক্রবার দুপুরে আচমকাই সামাজিক যোগাযোগমাধ্যমে আর দেখা মিলছে না তাকে! শুধু তাই নয়, পুরনো সব পোস্ট মুছে ফেলেন নায়িকা।

তিনি পোস্ট করেন, ‘জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি।’

অভিনেত্রীর এই পোস্ট দেখে হইচই পড়ে গেল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে কি ব্যক্তিগত জীবনে কোনো ঝড়ের মধ্যে পড়লেন কাজল? ভক্তদের মনে একটাই প্রশ্ন, সব ঠিক আছে তো?

তবে সন্ধ্যা গড়াতেই পরিষ্কার হয়ে গেল সবকিছু। আসলে কাজলের জীবনের এখন একমাত্র ‘পরীক্ষা’ হল তার আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে যাচ্ছে এই সিরিজ। শুক্রবার সন্ধ্যায় ‘দ্য ট্রায়াল’-এর পোস্টার সামনে আনলেন অভিনেত্রী। জনপ্রিয় ওয়েব শো ‘দ্য গুড ওয়াইফ’-এর হিন্দি রিমেক এটি।

সিরিজের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কাজল লেখেন, ‘যত কঠিন পরীক্ষা (ট্রায়াল) হবে, তত শক্তিশালী হয়ে তুমি ফিরে আসবে! আমার আসন্ন ওয়েব সিরিজ দ্য ট্রায়ালের- পেয়ার, খুন, ধোঁকার ট্রেলার মুক্তি পেতে চলেছে ১২ই জুন।’

আমাদেরকাগজ/এমটি