বিনোদন ৩০ মে, ২০২৩ ০৮:৫৫

আবারও শাকিবের নায়িকা ওপারের দর্শনা

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বলিউড, ঢালিউড ও টালিগঞ্জের জনপ্রিয় ভারতের অভিনেত্রী দর্শনা বণিক আবারও জুটি বাঁধতে যাচ্ছেন । তিন ইন্ডাস্ট্রিতেই কাজের মাধ্যমে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। এর আগে তিনি শাকিবের সঙ্গে “অন্তরাত্মা” নামে একটি সিনেমায় কাজ করেছেন।

মঙ্গলবার, ৩০ মে ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী, নুসরাত জাহান, শুভশ্রী, দর্শনার সঙ্গে শাকিবের জুটিকে এর আগে ভালোভাবে গ্রহণ করেছে দর্শকেরা। ঢাকার শীর্ষস্থানীয় এই নায়কের সঙ্গে কাজ করতে কলকাতার অভিনেত্রীরা মুখিয়ে থাকেন। এবার আবারও তার নায়িকা হওয়ার কথা জানিয়েছেন দর্শনা বণিক।

কিছু দিন আগে বাংলাদেশের অভিনেতা আজাদ আদরের সঙ্গে একটি সিনেমায় কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন দর্শনা। শাকিবের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন এই অভিনেত্রী। তবে সরাসরি কিছু বলেননি তিনি। শোনা গেছে, তিনি কিছুদিনের মধ্যেই বাংলাদেশে যাবেন।

সম্প্রতি ভারতীয় একটি প্রচারমাধ্যমের রিয়েলিটি শো “দিদি নম্বর ওয়ান” প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দর্শনা সেখানে তিনি বাংলাদেশের কাজের পরিবেশ, শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেন। কলকাতা ও ঢাকাই দুই ইন্ডাস্ট্রিকেই সমান গুরুত্বের চোখে দেখেন তিনি।

আমাদেরকাগজ / এইচকে