বিনোদন ২২ মে, ২০২৩ ০৩:৪৩

জামিন পেলেন নোবেল 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: প্রতারণার মামলার আটককৃত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানি শেষে তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

এর আগে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছিলেন , বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন ব্যক্তির যোগসাজশে মাদকের লাইসেন্স নেন নোবেল, যা দিয়েই তিনি মাদক কিনে নিয়মিত গ্রহণ করতেন। এর আগে, প্রতারণার অভিযোগ ও মামলায় গত শনিবার (২০ মে) নোবেলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এই সংগীতশিল্পীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে নোবেল সব অভিযোগ স্বীকারসহ নানান তথ্য দিয়েছেন বলে জানান ডিবি সংশ্লিষ্টরা। এবার মিলল জামিন। 

আমাদের কাগজ/এমটি