বিনোদন ডেস্ক ।।
লাস্যময়ী ইলিয়ানা ডি ক্রুজ দীর্ঘদিন অভিনয় করছেন বলিউডে। তার প্রায় সব ছবিই বক্স অফিসে হিট। নানা সময়ে সামাজিকমাধ্যমে বিভিন্ন ভিডিও শেয়ার করে নেটিজেনদের দৃষ্টি কাড়েন তিনি।
এবার কালো রঙের জমকালো ‘বেলি ডান্স’ পোশাকে হাজির হলেন লাস্যময়ী ইলিয়ানা ডি ক্রুজ। শরীরে মেদের চিহ্নমাত্র নেই। মেতেছেন বেলি নৃত্যের ‘সিগনেচার স্টেপ’-এ। চোখে মুখে হাসি যেন ঠিকরে বেরচ্ছে।
কিন্তু হঠাৎ কেন এত খুশি হয়ে পড়লেন অভিনেত্রী? কারণটা অবশ্য নিজেই বলে দিয়েছেন। ওই ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, “আমার মুড, যখন আমায় কেউ বলে যে আজ আমি কার্বোহাইড্রেট খেতে পারব।”






















