বিনোদন ১০ মে, ২০২৩ ০৭:৪০

 পরিণীতি-রাঘবের বাগদান!

বিনোদন ডেস্ক :  ভারতের বলিউডে আবারও ধুম পড়েছে বিয়ের সানাইয়ের। খুব শিগগিরই চার হাত এক হতে চলেছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন এই জুটি। এবার গাঁট ছড়া বেঁধে সংসারে মনোনিবেশ করতে চান তারা। আগামী ১৩ মে বাগদান অনুষ্ঠিত হবে পরিণীতি-রাঘবের। ইতোমধ্যে এই অনুষ্ঠানকে ঘিরে চলছে নানান আয়োজন।

জানা গেছে, সেন্ট্রাল দিল্লিতে অনুষ্ঠিত হবে তাদের বাগদান। আর এ উপলক্ষে ইতোমধ্যে ১৫০ জনকে আমন্ত্রণও জানানো হয়েছে। এ দিন অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন।

সম্পূর্ণ পাঞ্জাবি রীতিনীতি মেনে পরিণীতি আর রাঘবের বাগদান পর্ব সম্পন্ন করা হবে। বাগদানের দিন সকালে ধর্মীয় সব রীতি পালনের পর সন্ধ্যায় একে অপরের সঙ্গে আংটি বদল করবেন তারা। তারপরেই নৈশভোজ শুরু হবে।

চলতি বছরের অক্টোবর মাসের শেষের দিকে সাত পাকে বাঁধা পড়বেন পরিণীতি-রাঘব। এক সিনেমার সেটে প্রথম দেখা হয়েছিল এই জুটির। এরপর দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

আমাদেরকাগজ / এইচকে