বিনোদন ২ মে, ২০২৩ ০৪:৩৫

আসলেই বিয়ে করেছেন সালমান মুক্তাদির?

আমাদের কাগজ রিপোর্ট: আসলেই কি বিয়ে করছেন ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির? আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই `বিয়ের' তথ্য জানিয়েছেন।

ওই পোস্টে তিনি ৩০ এপ্রিল বিয়ে করেছেন বলে জানিয়েছেন।

যদিও এ বিয়ে নিয়ে সন্দেহ প্রকাশ করছেন নেটিজেনরা। তারা বলছেন সালমানের পোস্টে যে নারীকে ট্যাগ দেয়া হয়েছির তা মূলত একটি ফ্যাশন হাউজের। তাই অনেকেই বলছেন এটি নিছকই স্ট্যান্টবাজি কিংবা প্রমোশনাল পোস্ট। 

এ ব্যাপারে সালমান মুক্তাদিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন না থোলায় তা সম্ভব হয়নি। 

এর আগে মিস ইউনিভার্স বাংলাদেশ জেসিয়া ইসলামের সঙ্গে সালমানের প্রেমের খবর ছড়িয়েছিল। দেড় বছরের ব্যবধানে সেই সম্পর্কে ইতি ঘটে।

স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লেখেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

সালমান মুক্তাদির সব সময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লে-বয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল। তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে এলেন সালমান। থিতু হলেন এক নারীতে।

এদিকে ছবিগুলোর মন্তব্যের ঘরে শুভ কামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা।

 

 

আমাদের কাগজ/টিআর