বিনোদন ২৪ এপ্রিল, ২০২৩ ০৪:৩৬

ঈদে দুই পুত্রের সঙ্গে সময় কাটলো শাকিব!

বিনোদন প্রতিবেদক : শাকিব খান অভিনীত ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’ ঈদ উপলক্ষে দেশের ১০০ প্রেক্ষাগৃহে এবার ঈদে মুক্তি পেয়েছে। ঈদে সিনেমা ছাড়াও পরিবারকেও সময় দিচ্ছেন শাকিব। ঈদের দিন দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরকে নিয়ে মেতে ছিলেন ঈদ উদযাপনে। 

শাকিব বলেন, ঈদের দিন সকালে বারিধারার মসজিদে নামাজ শেষ করে বাসায় ফিরে  মায়ের হাতে বানানো সেমাই খেয়ে, খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। এরপর খাওয়া হয় পছন্দের মোরগ–পোলাও। পরিচিতজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর কিছুটা সময় বিশ্রাম নেন। এরপরই ছুটে আসেন দুই ছেলে।  

শাকিব বলেন ‘আব্রাহাম তো বড় হচ্ছে। ওর কৌতূহল অনেক। নানা ধরনের প্রশ্ন করে। অনেক কিছু জানতে চায়। ওর এসব প্রশ্নের উত্তর দিতে আমারও বেশ ভালো লাগে। ‘ঈদের দিন বাবা–ছেলের সুন্দর সময় কেটেছে।  আর শেহজাদ তো এখনো ছোট। নিজের মতো করে খেলাধুলা করতে পছন্দ করে। গেমস বেশি পছন্দ করে। আর গাড়ি চালায়। বীর যখন এসব করে, তখন আমি সঙ্গ দিয়ে থাকি। সময়টা দারুণ কাটে।’

তপু খান পরিচালিত ‘লিডার, আমিই বাংলদেশ’ এ  শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।

আমাদের কাগজ / এইচকে