বিনোদন ১৭ এপ্রিল, ২০২৩ ০২:৩৮

মধুমিতা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 

বিনোদন ডেস্ক    : টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার, ১৭ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ খবর জানিয়ে এটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও পোস্ট করেছেন। অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। বেশ স্বাভাবিক জীবনযাপন করছিলেন অভিনেত্রী।

সম্প্রতি শুটিংও শেষ করেছিলেন তার নতুন সিনেমার। সামনেই আসছে তার নতুন ওয়েব সিরিজও। সদ্য ইডেনে নাইট রাইডার্সের ম্যাচ দেখতে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কয়েকদিন আগে পেটে অসহ্য যন্ত্রণা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে। গতকালই অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর।

মধুমিতা যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা গেল, তার হাতে ড্রিপ চলছে, চোখে কালো ফ্রেমের চশমা। আগোছালো করে বাঁধা চুল, কানে ইয়ারপড। বালিশের পাশে রাখা একটি বই। সোশ্যাল মিডিয়ায় এ ছবি শেয়ার করে মধুমিতা লিখেছেন, ‘গুরুতর কিছু একটা হয়েছিল। আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। তোমাদের সবার ভালোবাসার জন্য ধন্যবাদ।’

আপাতত হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিনেত্রী। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়েছেন তার অনুরাগীরা। সকলেই দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেত্রীর।

আগামীতে ‘চিনি-২’ সিনেমায় দেখা যাবে মধুমিতাকে। ‘চিনি’-র পরে এ সিনেমাতে কেন্দ্রীয় ভূমিকায় থাকছেন অভিনেত্রী। পারিবারিক ড্রামা, একে অপরের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কের টানাপোড়েন, ইতিবাচকতা, বাস্তবতা, এ সবকিছুই মানুষকে ‘চিনি’র প্রতি আকৃষ্ট করেছিল।


এবার আবারও এক ফ্রেমে মৈনাক ভৌমিক নিয়ে আসতে চলেছেন অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকারকে। মধ্যবয়সী মা ‘মিষ্টি’র চরিত্রে অপরাজিতা। অন্যদিকে অল্পবয়সী, চনমনে মেয়ে ‘চিনি’র চরিত্রে মধুমিতা সরকার। এ সিনেমায় দেখা যাবে স্বামী শুভর সঙ্গে থাকেন মিষ্টি। তার স্বামীর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। ‘প্রেম টেম’ খ্যাত নায়ক সৌম্য মুখোপাধ্যায়কে। তার চরিত্রের নাম ‘স্যামি’। ‘প্রসেনের দলবল’-এর সংগীত পরিচালনায়, মধুরা পালিতের সিনেম্যাটোগ্রাফিতে বড়পর্দায় ফিরছে চিনি। ১৬ মার্চ শুরু হয়েছিল সিনেমার শুটিং। মূলত কলকাতাতেই হয়েছে শুটিং।

আমাদেরকাগজ/ এইচকে