বিনোদন ১২ এপ্রিল, ২০২৩ ০৪:৪১

আবরও ফিরছেন রিয়া চক্রবর্তী!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রীর রিয়া চক্রবর্তীর গত বছর তিনেক সময়টা ভালো যায়নি। ২০২০ সালে তার প্রেমিক এবং বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এ অভিনেত্রীর ওপর দিয়ে বেশ ঝড়ঝাপটাই গেছে। প্রেমিকের মৃত্যুর দায়ে আইনি ঝামেলা পোহানো থেকে শুরু করে মাদক সহবরাহের অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। শেষ পর্যন্ত যেতে হয়েছিল কারাগারেও। অনেকেই তখন ধারণা করেছিলেন, রিয়া চক্রবর্তীর ক্যারিয়ার শেষ। এ বলিউড অভিনেত্রীর পক্ষে আর মূল স্রোতে ফেরা সম্ভব হবে না। তবে সবার ধারণাকে ভুল প্রমাণ করে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত রিয়া।

কোনো চলচ্চিত্রের মাধ্যমে না, টিভি শোয়ের মাধ্যমে ফিরছেন রিয়া চক্রবর্তী। জনপ্রিয় রিয়েলিটি শো এমটিভি রোডিজের ১৯তম সিজনে আসছেন এ চিত্রনায়িকা। প্রিন্স নরুলা আর গৌতম গুলাটির পর তৃতীয় গ্যাং লিডার হয়ে আসছেন রিয়া।

ইতোমধ্যে রিয়া চক্রবর্তীর একটি প্রোমোও প্রকাশ করা হয়েছে। সেখানে রিয়াকে নির্ভীক ভঙ্গিতে এন্ট্রি নিতে দেখা গেছে। নিন্দুক-সমালোচকদের উদ্দেশে ওই প্রোমোতে রিয়া বলেন, “আপনারা ভেবেছিলেন, আমি আর ফিরে আসব না। কী ভেবেছিলেন, আমি ভয় পেয়ে গিয়েছি? তবে এবার অন্য কারও ভয় পাওয়ার সময়।”

রিয়া চক্রবর্তীর প্রত্যাবর্তন নিয়ে দর্শক-অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ রিয়ার প্রত্যাবর্তন নিয়ে খুশি হলেও অনেকে তাকে গ্যাং লিডারের ভূমিকায় দেখে যারপনাই বিমুখ। অনেকে অনেকে রিয়াকে বেছে নেওয়ার জন্য অনেকে আবার নির্মাতাদের এক হাত নিয়েছে। আবার অনেকের ধারণা, রিয়ার কারণেই এমটিভি রোডিজের এবারের সিজনটি ব্যর্থতার মুখ দেখবে।

২০০৯ সালে উপস্থাপক হিসেবে বিনোদন ভুবনে রিয়া চক্রবর্তীর যাত্রা শুরু হয়। ২০১২ সালে তুনিগা তুনিগা নামের এক তেলেগু সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। পরবর্তীতে এ অভিনেত্রীকে একে একে মেরে ড্যাড কি মারুতি, সোনালি ক্যাবল, হাফ গার্লফ্রেন্ড, দোবারা: সি ইয়োর এভিল, ব্যাংক চোর, জালেবি' ইত্যাদি সিনেমায় দেখা গেছে। রিয়া চক্রবর্তীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত চেহরে সিনেমায়।

আমাদেরকাগজ/ এইচকে